Ajker Patrika

নাটোরে গুলি ছুড়ে ভাইরাল সেই বিএনপি নেতা বাচ্চু গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৯: ৩৪
নাটোরে গুলি ছুড়ে ভাইরাল সেই বিএনপি নেতা বাচ্চু গ্রেপ্তার

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‍্যাব শহিদুল ইসলাম বাচ্চুকে নাটোর থানায় হস্তান্তর করে। এরপর তাঁকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘১ এপ্রিল সংঘর্ষের পর বাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। বাচ্চু সে সময় বাসায় না থাকলেও তাঁর ব্যবহৃত পিস্তলটি জব্দ করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সকালে টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল নাটোর শহরের আলাইপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও পাশেই উপশহর মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ২ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় ২ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগ নেতা আইনজীবী নিওন হোসেন বাদী হয়ে শহিদুল ইসলাম বাচ্চুসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক আসামি করে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত