শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলকারীদের দাবি পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।
এসময় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি মশাল মিছিলের আয়োজন করে। সন্ধ্যায় মিছিলটি মহিলা কলেজের সামন থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হতে থাকে। এর কিছুক্ষণ পরেই পুলিশ মিছিলে বাধা দেয়, নেতৃবৃন্দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর পরে শাহরিয়ার আলম শান্ত, করিমুল হাসান, রিমন, রাশেদ, সৌরভ সরকার ও সোহাগ সরকারকে আটক করে পুলিশ।
মিছিলে বাধা প্রদান করাকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওসার আলী কলিন্স। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ বাধা দিয়ে সেই অধিকার হরণ করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।‘ তিনি আটকৃতদের ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, 'তারা পূর্ব অনুমতি না নিয়েই মিছিল করার চেষ্টা করছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদেরকে নিবৃত করা হয়েছে।'
ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলকারীদের দাবি পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।
এসময় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি মশাল মিছিলের আয়োজন করে। সন্ধ্যায় মিছিলটি মহিলা কলেজের সামন থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হতে থাকে। এর কিছুক্ষণ পরেই পুলিশ মিছিলে বাধা দেয়, নেতৃবৃন্দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর পরে শাহরিয়ার আলম শান্ত, করিমুল হাসান, রিমন, রাশেদ, সৌরভ সরকার ও সোহাগ সরকারকে আটক করে পুলিশ।
মিছিলে বাধা প্রদান করাকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওসার আলী কলিন্স। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ বাধা দিয়ে সেই অধিকার হরণ করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।‘ তিনি আটকৃতদের ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, 'তারা পূর্ব অনুমতি না নিয়েই মিছিল করার চেষ্টা করছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদেরকে নিবৃত করা হয়েছে।'
ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে