Ajker Patrika

মোবাইলে প্রেম করে বিয়ে, ভাড়া বাসায় রেখে উধাও স্বামী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
মোবাইলে প্রেম করে বিয়ে, ভাড়া বাসায় রেখে উধাও স্বামী

মোবাইলে প্রেম করে বিয়ে। অতঃপর স্ত্রীকে ভাড়া বাসায় রেখে উধাও স্বামী। এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে। 

অভিযুক্ত স্বামীর নাম জাকারিয়া (২৭)। তিনি গুরুদাসপুর উপজেলার নাজির পুর ইউনিয়নের মো. ছলেমানের ছেলে। 

ভুক্তভোগী নারী জানান, মোবাইলফোনে সম্পর্ক হওয়ার পর তারা দুজন বিয়ে করেন। সিরাজগঞ্জ সদরে কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে একটি বাসায় রেখে চলে যান জাকারিয়া। 

ভুক্তভোগী নারী বলেন, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। তিনি আমাকে এখান থেকে নিয়ে যাক। 

এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। 

বাড়ির মালিক শাহ আলম বলেন, আমার বাড়িতে বাসা ভাড়ায় ওঠেন জাকারিয়া। দুই দিনে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর তিনি আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। আমার একটা ব্যাটারিচালিত অটোভ্যান, তাঁর স্ত্রীর কাছে থাকা ১৬ হাজার নগদ টাকা, একটা স্মার্টফোন ও কানের দুল নিয়ে চলে গেছে। এখনো ফিরে আসে নাই। তবে থানায় কোনো  অভিযোগ দিইনি। পুলিশ এসেছিল তবে এখনো কোনো সমাধান হয়নি। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, আমি বিষয়টি শুনেছি। থানায় কোনো  অভিযোগ দেয়নি। আমার থানার ফোর্স পাঠিয়ে ছিলাম। এখনো সমাধান করা সম্ভব হয়নি। আশা করি সমাধান হয়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত