Ajker Patrika

স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: গ্রেপ্তার আওয়ামী লীগনেতার মুক্তির জন্য থানা ঘেরাও

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫৬
স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: গ্রেপ্তার আওয়ামী লীগনেতার মুক্তির জন্য থানা ঘেরাও

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ আসামিদের মুক্তির দাবিতে থানা ঘেরাও হয়েছে। আজ বুধবার সকালে ফটকের সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় খামারগ্রাম ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গোপীনাথপুরের বাসিন্দা রাশেদ উদ্দিন ভুইয়া (৪২) এই কলেজের প্রভাষক। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অন্যরা হলেন- গোপীনাথপুরের নাজমুল হোসেন রোকন ভুইয়া (২৫), খোকশাবাড়ির আশরাফুল ইসলাম (২৭) ও এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকার আজিজুল হক হৃদয় (২০)।

গ্রেপ্তার চারজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ এনে সাতজনের নাম উল্লেখসহ মোট ১০-১৫ জনকে আসামিকে তার বাবা থানায় মামলা করেছেন।

তিনি আরও বলেন, আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়া মামলার আরেক আসামি হৃদয়ের আত্মীয়।

মামলার এজাহার অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে নবম শ্রেণির ছাত্রীকে আজিজুল হক হৃদয় উত্ত্যক্ত করে আসছিলেন। ২৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ি ফেরার সময় হৃদয় তাঁর হাত ও ওড়না ধরে টানাটানি করেন এবং শ্লীলতাহানি করে ঘটনাস্থলে আটকে রাখেন। খবর পেয়ে স্কুলছাত্রীর বাবা ঘটনাস্থলে গেলে আসামিরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এদিকে আজ সকালে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা। তাঁরা থানা ফটকের সামনে অবস্থান নিয়ে কলেজ প্রভাষকের মুক্তির দাবিতে স্লোগান দেন। তাঁরা থানার সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। তাঁদের দাবি, প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়াসহ অন্য আসামিরা নির্দোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত