Ajker Patrika

দাসপাড়ায় ঢুলিদের উৎসবের আমেজ

 লালপুর (নাটোর) প্রতিনিধি
দাসপাড়ায় ঢুলিদের উৎসবের আমেজ

আসন্ন দুর্গাপূজাকে স্বাগত জানাতে দাসপাড়ায় ঢুলিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুনীল চন্দ্র দাস (৬৫) একজন পেশাদার ঢাকি। ঢাক-ঢোল মেরামতের মিস্ত্রিও তিনি। দুর্গাপূজা উপলক্ষে ঢাক-ঢোল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বাপ-দাদা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত।

জানা যায়, এ বছর নাটোরের লালপুরের রায়পুর দাসপাড়ার (ঢুলিপাড়া) ২১ জন ও আটঘরিয়া দক্ষিণ দাসপাড়ার ৯ জন ঢাকি বিভিন্ন পূজা মণ্ডপে ঢাক বাজানোর চুক্তি নিয়েছেন।

গতকাল সোমবার সরেজমিনে রায়পুর দাসপাড়ায় গিয়ে দেখা যায়, সুনীল চন্দ্র দাস ঢাক মেরামতের জন্য বাঁশের বাতা তৈরি করছেন। ঢাকিরা ঢাক-ঢোল বাজিয়ে পরীক্ষা করছেন। গ্রামের নারী-শিশু, বয়োবৃদ্ধ সবাই বাজনা উপভোগ করছেন। তাই পুরো পাড়া জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের পূজায় এ পাড়ার ২১ জন ঢুলি বিভিন্ন দুর্গা মণ্ডপে ডাক পেয়েছেন। প্রতি মণ্ডপে দুজন করে পূজার পাঁচ দিনে ১০ থেকে ১২ হাজার টাকার চুক্তিতে ঢাক বাজাবেন।

এ বিষয়ে খগেন চন্দ্র দাস (৭৫) বলেন, 'বাপ-দাদারা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত। এখন পূজা ছাড়াও বিয়েতে ৩-৪ দিনের জন্য পাঁচ জনের দল ১০ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে ঢাক বাজান। অন্য সময়ে তারা মুচি, দিনমজুর, কৃষি কাজ, রাজমিস্ত্রি কাজে যুক্ত থেকে সংসার চালান।

এ বিষয়ে ঢুলিপাড়ার দলনেতা অজিত চন্দ্র দাস (৪২) বলেন, 'একটি ছোট ঢাকের দাম ৪ হাজার টাকা, বড় ঢাক কাঠের তৈরি ১৪ হাজার আর টিনের তৈরি ৫ হাজার টাকা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রতিটি ঢোল ৮ হাজার টাকা, কর্নেট বাঁশি সাধারণত ১১ হাজার টাকা (তাইওয়ান ২৫ হাজার টাকা), সাইড ড্রাম ৪ হাজার টাকা, ঝুমকা ৫০০ টাকা, ঝাঁঝ আড়াই হাজার টাকার যন্ত্রপাতি লাগে। তিনি বলেন, এ সব যন্ত্র একা কেনার সামর্থ্য নেই। এত টাকা পাব কোথায়?

উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড়াইগ্রাম সীমানায় অবস্থিত আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া। সেখানেও দেখা যায়, ঢাক মেরামতে সময় পার করছেন ঢুলিরা। পূজায় এ পাড়ার নয় জন ঢাকি বিভিন্ন মণ্ডপে ঢাক বাজাবেন।

এ বিষয়ে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে এ বছর লালপুরে ৪২টি মন্দিরে দুর্গা পূজার উদ্‌যাপিত হবে। পূজা শুরু আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।'

নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, 'জেলায় ৩৮৩টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত