Ajker Patrika

পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৫: ২৩
পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত

পাবনা সদর উপজেলার ধোপাঘাটা এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন বেড়া পৌর এলাকার শালিকাপাড়া মহল্লার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার (২৫) এবং প্রদীপের বোন নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী (২৮)।

আহতদের একজনের অনুরাধা ধর (১২)। সে জানায়, নিহতরা তাঁর মাসি ও মামা। পাবনার বেড়া উপজেলায় অনুরাধার নানাবাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। নানাবাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে যাচ্ছিল।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে। 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। মাধপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত