Ajker Patrika

সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩

পাবনার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে মারধরের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নন্দনপুর ইউনিয়নের চক নন্দনপুর গ্রামের হাসান রুবেল (৩৫), সাঁথিয়া পৌরসভার কোনাবাড়িয়া গ্রামের মেহেদী হাসান (২৮) ও পৌরসভার ফকিরপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (৩২)।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বিকেলে পূর্বশত্রুতার জেরে সাঁথিয়া থানার সামনে রূপালী ব্যাংকের নিচে রুবেল ও মেহেদী হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। পরে তিনি সাঁথিয়া বাজারে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলার বাসায় যাওয়ার পথে রুবেল ও মেহেদীর নেতৃত্বে পাঁচজন মিলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় সোহেল রানা খোকন বাদী হয়ে রুবেলসহ পাঁচজনকে আসামি করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর পলাতক আসামি মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান ও সাদ্দামকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত