বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়িঘর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
দুলাল হোসেন বলেন, ‘সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রির বিষয় নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব হয়। এসংক্রান্ত আট মিনিটের একটি ভিডিও প্রকাশ প্রায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান বিএনপির সন্ত্রাসীদের নিয়ে এসে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার ভাই কসের উদ্দিন বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাতিজারা একত্র হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, ‘আমাদের আমবাগানে দুলাল হোসেনরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মারধর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক আলাপ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল হোসেন লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাতে ছয়জন আহত ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়িঘর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
দুলাল হোসেন বলেন, ‘সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রির বিষয় নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব হয়। এসংক্রান্ত আট মিনিটের একটি ভিডিও প্রকাশ প্রায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান বিএনপির সন্ত্রাসীদের নিয়ে এসে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার ভাই কসের উদ্দিন বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাতিজারা একত্র হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, ‘আমাদের আমবাগানে দুলাল হোসেনরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মারধর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক আলাপ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল হোসেন লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাতে ছয়জন আহত ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
৫ ঘণ্টা আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
৫ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
৫ ঘণ্টা আগে