মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।
ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।
ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।
খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।
আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।
ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।
আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।
ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।
ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।
খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।
আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।
ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে