Ajker Patrika

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯: ২৭
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ইসলাম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইসলাম উদ্দিন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পারপুগী গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, ইসলাম উদ্দিন সকালে তাঁর স্ত্রীর বড় ভাই আবুল কাশেমের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার কাজ তদারকি করতে গিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। একপর্যায়ে শরীর খারাপ লাগার কথা বলে নামার সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত