নাটোর ও রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে পৃথক ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা-কর্মী মারা গেছেন। গতকাল রোববার বিকেলে ও আজ সোমবার দুপুরে মারা যান তাঁরা।
নিহতরা হলেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল কাঁকবাড়িয়া এলাকার প্রয়াত সুরেন্দ্র নাথ সাহার ছেলে সুশীল চন্দ্র সাহা (৬০) এবং ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের গোলজার সরকারের ছেলে ও আওয়ামী লীগের কর্মী মুসা সরকার (৩০)।
জানা গেছে, গতকাল মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভা চলাকালে বিকেল চারটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হন সুশীল চন্দ্র। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। অপর দিকে, গতকাল রাতে রাজশাহী রেলস্টেশনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহন করা বিশেষ ট্রেনে জায়গা না পেয়ে তড়িঘড়ি করে ছাদে ওঠেন মুসা সরকার। ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় পৌঁছালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী উৎপল চন্দ্র পাল জানান, গতকাল সন্ধ্যার পর তিনি ও তাঁর সহপাঠী স্টেশনের পাশে ছিলেন। ওই সময় তাঁরা দেখতে পান জনসভা ফেরত নাটোরগামী বিশেষ ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি পড়ে গেছেন। ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়ে নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল এবং অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান তাঁরা। এ সময় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ওই শিক্ষার্থী আরও জানান, আহত ওই ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনের সর্বশেষ নম্বরে কল করে পরিচয় নিশ্চিত হন তাঁরা। পরে স্বজনদের হাসপাতালে ডাকা হয়। রাত ১০টার দিকে তাঁরা দুই বন্ধু রক্তও দেন।
মৃত মুসা সরকারের ভাই ইসরাফিল সরকার বলেন, ‘আমার ভাই কৃষক ছিলেন। রাজনীতির সঙ্গে সেভাবে সম্পৃক্ত নন। তবে আওয়ামী লীগের সমর্থক। বাড়িতে কাজ ছিল না বলে প্রধানমন্ত্রীকে দেখতে জনসভায় গিয়েছিলেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রামেক হাসপাতালের আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, নিহত মুসার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তাঁকে সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ দুপুরে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সমাবেশে আরও একজন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাজশাহীতে পৃথক ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা-কর্মী মারা গেছেন। গতকাল রোববার বিকেলে ও আজ সোমবার দুপুরে মারা যান তাঁরা।
নিহতরা হলেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল কাঁকবাড়িয়া এলাকার প্রয়াত সুরেন্দ্র নাথ সাহার ছেলে সুশীল চন্দ্র সাহা (৬০) এবং ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের গোলজার সরকারের ছেলে ও আওয়ামী লীগের কর্মী মুসা সরকার (৩০)।
জানা গেছে, গতকাল মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভা চলাকালে বিকেল চারটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হন সুশীল চন্দ্র। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। অপর দিকে, গতকাল রাতে রাজশাহী রেলস্টেশনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহন করা বিশেষ ট্রেনে জায়গা না পেয়ে তড়িঘড়ি করে ছাদে ওঠেন মুসা সরকার। ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় পৌঁছালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী উৎপল চন্দ্র পাল জানান, গতকাল সন্ধ্যার পর তিনি ও তাঁর সহপাঠী স্টেশনের পাশে ছিলেন। ওই সময় তাঁরা দেখতে পান জনসভা ফেরত নাটোরগামী বিশেষ ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি পড়ে গেছেন। ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়ে নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল এবং অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান তাঁরা। এ সময় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ওই শিক্ষার্থী আরও জানান, আহত ওই ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনের সর্বশেষ নম্বরে কল করে পরিচয় নিশ্চিত হন তাঁরা। পরে স্বজনদের হাসপাতালে ডাকা হয়। রাত ১০টার দিকে তাঁরা দুই বন্ধু রক্তও দেন।
মৃত মুসা সরকারের ভাই ইসরাফিল সরকার বলেন, ‘আমার ভাই কৃষক ছিলেন। রাজনীতির সঙ্গে সেভাবে সম্পৃক্ত নন। তবে আওয়ামী লীগের সমর্থক। বাড়িতে কাজ ছিল না বলে প্রধানমন্ত্রীকে দেখতে জনসভায় গিয়েছিলেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রামেক হাসপাতালের আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, নিহত মুসার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তাঁকে সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ দুপুরে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সমাবেশে আরও একজন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে