Ajker Patrika

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২৩
সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইউসুব আলী নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মমিনুল ইসলাম ওই এলাকার সফর আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন,  ‘কাঁচামাল ব্যবসায়ী ইউসুব আলী হত্যার মূল হোতা মমিনুল ইসলাম। নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে কোবদাসপাড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।

মমিনুল ইসলাম টাকা ধার নেন ইউসুব আলীর কাছ থেকে। সেই টাকা চাওয়ায় ক্ষুব্ধ হন মমিনুল ইসলাম। গতকাল বুধবার সন্ধ্যায় মনিনুল মোবাইল ফোনে ইউসুব আলীকে চক কোবদারপাড়া মহল্লার হুন্দাই প্রজেক্টের ভেতরে ডেকে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে ইউসুব আলীকে কুপিয়ে আহত করা হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মমিনুল ইসলাম পালিয়ে যান। পরে আহত অবস্থায় ইউসুব আলীকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত