Ajker Patrika

পাবনায় শিক্ষকসহ ২ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২ 

পাবনা প্রতিনিধি
পাবনায় শিক্ষকসহ ২ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২ 

পাবনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষকসহ দুজনকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি গ্রামে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। 

আহত সুজন আলী স্বপন চরতারাপুরের টাটিপাড়া গ্রামের মাহমুদ আলী খানের ছেলে এবং দুবলিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরজন মোজাহার আলী সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত আজাহার আলী বিশ্বাসের ছেলে। 

গ্রেপ্তার দুজন হলেন, একই উপজেলার মালপাড়া চোকদারপাড়া গ্রামের মজিদ প্রামানিক ও একই গ্রামের বাচ্চু প্রামানিক। 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরতারাপুরের মালপাড়ার চকদারপাড়ার মজিদ প্রামানিক, শহিদ প্রামানিক, লতিফ প্রামানিক, মতিন প্রামানিক ও ইকবাল হোসেনসহ অভিযুক্তদের সঙ্গে মোজাহার আলী বিশ্বাসের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রোববার সকালে মোজাহার আলী বিশ্বাস তাঁর সন্তান মোতালেব আলী ও প্রতিবেশী সুজন আলী স্বপনকে সঙ্গে নিয়ে জমিতে কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে এবং তাঁদের কুপিয়ে হত্যার চেষ্টা করে। 

এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তাঁরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাসকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুজন আলী স্বপনের অবস্থা অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। সাংবাদিক পরিচয়ে খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। 

জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশান আলী বলেন, ‘এ ঘটনায় মোজাহার আলীর মেয়ে মমতা খাতুন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা করেছেন। আজ সোমবার দুজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। তাদের বিরুদ্ধে শিগগিরই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত