নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রশাসনিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। উপজেলার বায়া এলাকায় নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় ঠিকাদার মোবাশ্বের লাল্টু পবার খড়খড়ি হাট ইজারা পেতে আগ্রহীদের নিয়ে একটি সিন্ডিকেট করেছিলেন। তাঁরা অন্য কাউকে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিচ্ছিলেন না। কিন্তু জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি ওই সিন্ডিকেটের ভেতর না গিয়ে দরপত্র দাখিল করেন।
বক্তারা বলেন, ডনির দরপত্র দাখিল করতে বাধা দেন লাল্টু ও তাঁর লোকজন। সেই বাধা উপেক্ষা করে ডনির দরপত্র টেন্ডার বাক্সে ফেলা হয়। এরপরই দরপত্র বাক্স ইউএনওর কার্যালয়ের সামনে থেকে বের করে ভেঙে ফেলা হয়। এ সময় ককটেল ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। যুবদল নেতা শাকিলুর রহমান রনকে ছুরিকাঘাত করা হয় এবং বাক্স থেকে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। অথচ এখন বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।
সমাবেশে জানানো হয়, টেন্ডার লুটের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য নেতা-কর্মীদের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে। অথচ যারা ঘটনার সঙ্গে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে তাঁরা জেনেছেন যে ঘটনার সময়ের সিসি ক্যামেরার আড়াই মিনিটের ভিডিও ফুটেজ ইউএনওর কার্যালয় থেকে মুছে ফেলা হয়েছে। তাঁরা এর তদন্ত দাবি করেন। পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করে যারা প্রকৃতই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
দরপত্র লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের লাল্টু বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। আমি জানি যে ঘটনা ঘটেছে এবং এটা বিএনপি-বিএনপি দ্বন্দ্ব। এর বাইরে আমি কিছু জানি না। হাটের কাছে আমার বাড়ি সে জন্য হয়তো আমাকে জড়াচ্ছে।’
সিসি ক্যামেরার ফুটেজ মুছে দেওয়ার অভিযোগের বিষয়ে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, ‘অস্বীকার করার সুযোগ নেই যে ফুটেজ মুছে ফেলা যাবে না। এটা সম্ভব। কিন্তু আসলেই তা হয়েছে কি না তা তদন্তের পর বলা যাবে। ডিবি মামলা তদন্ত করছে। তারা ডিভিআর নিয়ে যাবে। তারা তদন্ত করে বলতে পারবে। আমি এই বিষয়ে কিছু জানি না।’
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি পবার ইউএনওর কার্যালয়ের সামনে থেকে দরপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা করে উপজেলা প্রশাসন। মামলাটি তদন্ত করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ মামলায় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আসলে বলার কিছু নেই।’
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রশাসনিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। উপজেলার বায়া এলাকায় নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় ঠিকাদার মোবাশ্বের লাল্টু পবার খড়খড়ি হাট ইজারা পেতে আগ্রহীদের নিয়ে একটি সিন্ডিকেট করেছিলেন। তাঁরা অন্য কাউকে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিচ্ছিলেন না। কিন্তু জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি ওই সিন্ডিকেটের ভেতর না গিয়ে দরপত্র দাখিল করেন।
বক্তারা বলেন, ডনির দরপত্র দাখিল করতে বাধা দেন লাল্টু ও তাঁর লোকজন। সেই বাধা উপেক্ষা করে ডনির দরপত্র টেন্ডার বাক্সে ফেলা হয়। এরপরই দরপত্র বাক্স ইউএনওর কার্যালয়ের সামনে থেকে বের করে ভেঙে ফেলা হয়। এ সময় ককটেল ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। যুবদল নেতা শাকিলুর রহমান রনকে ছুরিকাঘাত করা হয় এবং বাক্স থেকে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। অথচ এখন বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।
সমাবেশে জানানো হয়, টেন্ডার লুটের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য নেতা-কর্মীদের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে। অথচ যারা ঘটনার সঙ্গে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে তাঁরা জেনেছেন যে ঘটনার সময়ের সিসি ক্যামেরার আড়াই মিনিটের ভিডিও ফুটেজ ইউএনওর কার্যালয় থেকে মুছে ফেলা হয়েছে। তাঁরা এর তদন্ত দাবি করেন। পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করে যারা প্রকৃতই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
দরপত্র লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের লাল্টু বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। আমি জানি যে ঘটনা ঘটেছে এবং এটা বিএনপি-বিএনপি দ্বন্দ্ব। এর বাইরে আমি কিছু জানি না। হাটের কাছে আমার বাড়ি সে জন্য হয়তো আমাকে জড়াচ্ছে।’
সিসি ক্যামেরার ফুটেজ মুছে দেওয়ার অভিযোগের বিষয়ে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, ‘অস্বীকার করার সুযোগ নেই যে ফুটেজ মুছে ফেলা যাবে না। এটা সম্ভব। কিন্তু আসলেই তা হয়েছে কি না তা তদন্তের পর বলা যাবে। ডিবি মামলা তদন্ত করছে। তারা ডিভিআর নিয়ে যাবে। তারা তদন্ত করে বলতে পারবে। আমি এই বিষয়ে কিছু জানি না।’
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি পবার ইউএনওর কার্যালয়ের সামনে থেকে দরপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা করে উপজেলা প্রশাসন। মামলাটি তদন্ত করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ মামলায় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আসলে বলার কিছু নেই।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে