Ajker Patrika

জয়পুরহাটে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে নিহত ১ 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে নিহত ১ 

জয়পুরহাট সদর উপজেলায় মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল শনিবার রাত আটটার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের পাঁচশিরা-ঠুঁসিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাফুজ রহমান কালাই উপজেলার পুনট-মাদাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। আহত মোটরসাইকেলের আরোহী আরিফুল একই গ্রামের আফতাব আলীর ছেলে। অপর আহত হলেন সাইকেলের চালক মুকুল হোসেন সরদার। তিনি কালাই উপজেলার থুপসারা মহল্লার মৃত আয়মদ্দিন সরদারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মাফুজ রহমান নিজ গ্রাম থেকে ভাগিনা আরিফুলকে মোটরসাইকেলে সঙ্গে নিয়ে কালাই হাটে বাজার করতে আসছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাঁচশিড়া-ঠুঁসিগাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পাকা সড়কের ওপরে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহী। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। আহত হোন মোটরসাইকেলের আরোহী ও সাইকেলের চালক। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, কালাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের লাশ জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত