Ajker Patrika

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন মেয়র, থানায় জিডি

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৩: ২০
সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন মেয়র, থানায় জিডি


সিরাজগঞ্জের কাজীপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। এ ঘটনায় ওই সাংবাদিক মেয়রের বিরুদ্ধে শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সময়ের আলো পত্রিকায় 'কাজীপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে কাজীপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দকৃত ধানবীজ ও মিশ্রসার প্রদানের তালিকায় মেয়র নিজে, কমিশনার ও তাঁর নিকট আত্মীয়র নাম লিখিয়ে সেই প্রণোদনা তুলে নেন বলে উল্লেখ করা হয়।

এরই জেরে ওই দিন গভীর রাতে মেয়র আব্দুল হান্নান তালুকদার সাংবাদিক গোলাম কিবরিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। একপর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকি দেন। পরে সাংবাদিক গোলাম কিবরিয়া শুক্রবার রাতে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে মেয়রের বিরুদ্ধে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিরাপত্তাহীনতায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে থানায় এবং পরে থানা থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়।

sirajgonj-(1)-gdকাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, সাংবাদিকের জিডিটি (জিডি নং ৫১৩) থানায় গ্রহণ করা হয়েছে। তাঁকে পুলিশি পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

এব্যাপারে আজকের পত্রিকাকে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার একেকবার একেক কথা বলেন। প্রথমে তিনি হুমকির কথা অস্বীকার করে বলেন, এসব মিথ্যা। পরে হুমকির কথা স্বীকার করে বলেন, ওইভাবে হুমকি দিইনি। এরপর মিটিং-এ আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত