Ajker Patrika

নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে পুরোনো কোর্ট চত্বর থেকে এ দৌড় শুরু হয়ে শহরের কেড়ির মোড়, মুক্তির মোড় ও জেলা পরিষদের পেছনের সড়ক হয়ে আবার সেখানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন। দৌড় প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক কিশোর-কিশোরী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, বেসরকারি সংস্থা (এনজিও) মৌসুমীর পরিচালক (কার্যক্রম) এরফান আলী, মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মৌসুমীর প্রোগ্রাম কর্মকর্তা আবদুর রউফ পাভেল বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা জরুরি। খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। সেই প্রয়াস থেকে সবাইকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং মৌসুমী এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত