Ajker Patrika

ডিবির ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রতিনিধি, বগুড়া
ডিবির ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি আব্দুর রাজ্জাককে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার রাতে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজি ড. মো. মমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ বদলি করা হয়েছে। এ ছাড়া আগামী ২১ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনে। 

এদিকে জেলা পুলিশের রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক অর্পন কুমার দাসকে পাবনা জেলায়, শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক শেখকে চাপাইনবাবগঞ্জ জেলায় এবং গাবতলী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুসকে সিরাজগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। বুধবার পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া তিনজনকে আগামী ১৮ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৯ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

এর আগে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের এসআই শওকত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনকেও রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত