বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গোলাম রব্বানী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ধাওয়া করে ধারালো অস্ত্রসহ শান্ত মাহমুদ (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আজ সোমবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে।
শান্ত আশোকলা গ্রামের স্বপন মিয়ার ছেলে। আহত গোলাম রব্বানী নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, শান্ত মাহমুদ নামের ওই যুবক ছাড়াও আরও তিন-চারজন হঠাৎ গোলাম রব্বানীর ওপর হামলা করে চায়নিজ কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশু ও আহত হন। তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেছে। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলে পালানোর সময় চায়নিজ কুড়ালসহ শান্তকে আটক করা হয়।
শাহ আলম আরও বলেন, গোলাম রব্বানীকে পা ও কোমরে কোপানো হয়। তাঁর অবস্থা গুরুতর। মিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। কী কারণে গোলাম রব্বানীর ওপর হামলা করা হলো নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় দ্বন্দ্বের জেরে হামলা করা হয়েছে। আটককৃত মিশু পুলিশের হেফাজতে রয়েছে।’
বগুড়ায় গোলাম রব্বানী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ধাওয়া করে ধারালো অস্ত্রসহ শান্ত মাহমুদ (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আজ সোমবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে।
শান্ত আশোকলা গ্রামের স্বপন মিয়ার ছেলে। আহত গোলাম রব্বানী নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, শান্ত মাহমুদ নামের ওই যুবক ছাড়াও আরও তিন-চারজন হঠাৎ গোলাম রব্বানীর ওপর হামলা করে চায়নিজ কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশু ও আহত হন। তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেছে। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলে পালানোর সময় চায়নিজ কুড়ালসহ শান্তকে আটক করা হয়।
শাহ আলম আরও বলেন, গোলাম রব্বানীকে পা ও কোমরে কোপানো হয়। তাঁর অবস্থা গুরুতর। মিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। কী কারণে গোলাম রব্বানীর ওপর হামলা করা হলো নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় দ্বন্দ্বের জেরে হামলা করা হয়েছে। আটককৃত মিশু পুলিশের হেফাজতে রয়েছে।’
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১৩ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
২৮ মিনিট আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে