Ajker Patrika

‘অপহরণের’ ২ ঘন্টা পর পলকের এপিএস ফেসবুকে বলেন, ভালো আছি

নাটোর প্রতিনিধি 
‘অপহরণের’ ২ ঘন্টা পর পলকের এপিএস ফেসবুকে বলেন, ভালো আছি। ছবি: সংগৃহীত
‘অপহরণের’ ২ ঘন্টা পর পলকের এপিএস ফেসবুকে বলেন, ভালো আছি। ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক বকুলকে ‘অপহরণের’ দুই ঘণ্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বকুল জানান, তিনি ভালো আছেন।

আজ মঙ্গলবার শ্বশুরের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে অপহরণের এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।

বকুল সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগীর মা শাহনাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‘বকুলকে তুলে নেওয়ার পর তাঁর মোবাইল ফোন থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চান কয়েকজন। মুক্তিপণের টাকা না দিলে আমার ছেলের পরিণতি খারাপ হবে বলে সংযোগ কেটে দেন। এরপর আমরা পুলিশ প্রশাসনকে জানাই ও বিভিন্ন মাধ্যমে খোঁজ শুরু করি।’

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সিংড়া ছাড়েন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী নাজমুল হক বকুল। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করেন। গতকাল সোমবার শ্বশুর মারা গেলে তিনি সিংড়া আসেন।

আজ শ্বশুরের জানাজায় অংশ নিতে সিংড়ার সাতপুকুরিয়া যান বকুল। জানাজা শেষে ফেরার পথে ওই এলাকা থেকে কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নেন। বকুলকে নিয়ে মোটরসাইকেল বহর তাজপুর হয়ে চৌগ্রামের দিকে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানার পর, বকুলের পরিবার তাঁর খোঁজ নিতে শুরু করে। পরে বকুলের পরিবার সিংড়া থানা ও প্রেসক্লাবে যোগাযোগ করেন।

ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক স্ট্যাটাস

অপহরণের দুই ঘণ্টার পর বিকেল ৪টার দিকে বকুলকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা তার বাড়িতে গেলেও পরিবারের লোকজন দেখা করেননি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, তারা বিকেলে বকুলকে বাড়ি ফিরতে দেখেছেন।

এদিকে সন্ধ্যা ৬.১৮ মিনিটে বকুল তার ফেসবুকে পোস্টে লিখেন, ‘ভালো আছি। সমাজে বসবাস করে সামাজিক অবক্ষয়ের দাগ ও দুর্ভোগ এড়ানো যায় না। রাজনীতি নোংরা জেনেই এখানে এসেছিলাম পরিষ্কার করবো বলে, চেষ্টাও ছিলো। হয়তো পারিনি বলেই! সবকিছুর জন্য ধন্যবাদ।’

বিএনপির কিছু কর্মী বকুলকে অপহরণ করেছে শুরুতে এমন অভিযোগের ব্যাপারে জানতে বকুলের মা শাহনাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তদার বক্তব্য জানা যায়নি। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে অপহরণ করা হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। কেউ এসে অভিযোগ করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত