Ajker Patrika

তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ২২
তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের গত বছরের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বকেয়া বিল তুলতে পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা এই বকেয়া করে রেখেছেন। 

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের উপজেলা তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় তাদের প্রায় ৬১ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু গত বছর গ্রাহকেরা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এই বকেয়া বিল তুলতে পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়েছে। 

এতে জানানো হচ্ছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ আলী খান বলেন, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিষয়টি দুঃখজনক। এ জন্য বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের জন্য সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত