Ajker Patrika

ছাত্র এখন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, কাছে পেয়ে আপ্লুত শিক্ষক

রাজশাহী প্রতিনিধি
ছাত্র এখন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, কাছে পেয়ে আপ্লুত শিক্ষক

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ টাউন হাই স্কুলে উপস্থিত হয়ে প্রাথমিক শাখার তাঁর একমাত্র জীবিত শিক্ষক মনিমুল হকের পা ছুঁয়ে সালাম করেন। 

এ সময় অভিভূত শিক্ষক মনিমুল হক। স্নেহের ছাত্রকে জড়িয়ে ধরেন তিনি। ছাত্র-শিক্ষক উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

এ দৃশ্য দেখে উপস্থিত ওই স্কুলের সাবেক ছাত্র, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্য ও বর্তমান সদস্যদেরও চোখে পানি চলে আসে। শিক্ষক মনিমুল হক অধ্যাপক হাবিবের জন্য দোয়া করেন। অধ্যাপক হাবিবও তাঁর প্রিয় শিক্ষক মনিমুল হকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন। 

এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হকেরও পা ছুঁয়ে সালাম করেন অধ্যাপক হাবিবুর রহমান। তাঁরাও তাঁর শিক্ষক। দুই শিক্ষক ছাত্রের এ ভক্তি প্রকাশে অশ্রুসজল হয়ে দোয়া করেন। 

এরপর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হরিমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহপাঠীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত