Ajker Patrika

রাস্তায় দাঁড়িয়ে মাছ কেনার সময় ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৩: ০২
রাস্তায় দাঁড়িয়ে মাছ কেনার সময় ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত

বগুড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ কেনার সময় ট্রাকচাপায় মজিবর রহমান (৫৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নামুজা সড়কে ন্যাংড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মজিবর রহমান বগুড়া সদরের দশটিকা সরদারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

স্থানীয়রা জানান, মজিবর রহমান ন্যাংড়ার বাজারে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে মাছ কিনছিলেন। এ সময় নামুজাগামী একটি রডবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলই মজিবর রহমান মারা যান। পরে স্থানীয়রা চালকসহ ট্রাক আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখে। 

এসআই নুর জাহিদ বলেন, ট্রাকচালক স্থানীয়দের হেফাজতে রয়েছেন। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হবে। মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত