লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারি খাসদিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের ১২ আসামি আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার আইনজীবীর মাধ্যমে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন—ঈশ্বরপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম (৪৫), মো. জালাল (৪৫), মো. আলা (৫৫), মো. ফরিদ (২৮), মো. এলা (২৮), মো. সুইট (২৫), মো. নিজাম (৩৮), মো. কালাম (৫৫), মো. হেলাল (৩৮), মো. আলাল (৪৫), মো. মিলন (৩৫) ও মো. দুলাল (৫৫)।
আদালত সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নম্বর ৪২, তারিখ ২৯ / ১০ / ২০১১ ধারা-১৪৩ / ৩৪১ / ৪৪৭ / ৪৪৮ / ৩২৫ / ৩২৬ / ৩০২ / ১১৪ / ৩৪ / ৫০৬ পেনাল কোড এজাহারভুক্ত আসামিরা আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক মো. সুলতান মাহমুদ তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাসদিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত শুক্রবার ভোরে মকলেছুর রহমান (৫০) তাঁর নিজ বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ৩৭ জনসহ অজ্ঞাত ১৫ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে এরশাদ আলী, মো. মন্টু, মো. সিদ্দিক, আব্দুর রহমান, লুৎফর রহমান, সজীব, মোজাম্মেল, মিজানুর রহমান ও সুমন নামে ৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারি খাসদিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের ১২ আসামি আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার আইনজীবীর মাধ্যমে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন—ঈশ্বরপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম (৪৫), মো. জালাল (৪৫), মো. আলা (৫৫), মো. ফরিদ (২৮), মো. এলা (২৮), মো. সুইট (২৫), মো. নিজাম (৩৮), মো. কালাম (৫৫), মো. হেলাল (৩৮), মো. আলাল (৪৫), মো. মিলন (৩৫) ও মো. দুলাল (৫৫)।
আদালত সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নম্বর ৪২, তারিখ ২৯ / ১০ / ২০১১ ধারা-১৪৩ / ৩৪১ / ৪৪৭ / ৪৪৮ / ৩২৫ / ৩২৬ / ৩০২ / ১১৪ / ৩৪ / ৫০৬ পেনাল কোড এজাহারভুক্ত আসামিরা আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক মো. সুলতান মাহমুদ তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাসদিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত শুক্রবার ভোরে মকলেছুর রহমান (৫০) তাঁর নিজ বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ৩৭ জনসহ অজ্ঞাত ১৫ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে এরশাদ আলী, মো. মন্টু, মো. সিদ্দিক, আব্দুর রহমান, লুৎফর রহমান, সজীব, মোজাম্মেল, মিজানুর রহমান ও সুমন নামে ৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) ঢাকায় এলে তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা। তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এতে বিপুল জনসমাগক হওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকায় যানজট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার (৬ মে) থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার (৫ মে) ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
২৬ মিনিট আগেছেলে মালয়েশিয়া থাকেন ১৭ বছর। বিয়েও করেছেন সেখানে কম্বোডিয়ান এক নারীকে। তাই বাবা–মায়ের ইচ্ছে ছিল, ছেলে প্রবাস থেকে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে আসবে নিজ গ্রামে। তখন সাত গ্রামের মানুষ তাঁর ছেলে ও বউকে দেখবে।
২৯ মিনিট আগেরাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের একটি বহুতল ভবনের বেসমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁদের মধ্যে কয়েকজনকে ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে