Ajker Patrika

লালপুরে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ আসামির আত্মসমর্পণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১০: ৪৬
লালপুরে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ আসামির আত্মসমর্পণ

নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারি খাসদিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের ১২ আসামি আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার আইনজীবীর মাধ্যমে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন—ঈশ্বরপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম (৪৫), মো. জালাল (৪৫), মো. আলা (৫৫), মো. ফরিদ (২৮), মো. এলা (২৮), মো. সুইট (২৫), মো. নিজাম (৩৮), মো. কালাম (৫৫), মো. হেলাল (৩৮), মো. আলাল (৪৫), মো. মিলন (৩৫) ও মো. দুলাল (৫৫)। 

আদালত সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নম্বর ৪২, তারিখ ২৯ / ১০ / ২০১১ ধারা-১৪৩ / ৩৪১ / ৪৪৭ / ৪৪৮ / ৩২৫ / ৩২৬ / ৩০২ / ১১৪ / ৩৪ / ৫০৬ পেনাল কোড এজাহারভুক্ত আসামিরা আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক মো. সুলতান মাহমুদ তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাসদিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত শুক্রবার ভোরে মকলেছুর রহমান (৫০) তাঁর নিজ বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ৩৭ জনসহ অজ্ঞাত ১৫ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় র‍্যাব ও পুলিশের অভিযানে এরশাদ আলী, মো. মন্টু, মো. সিদ্দিক, আব্দুর রহমান, লুৎফর রহমান, সজীব, মোজাম্মেল, মিজানুর রহমান ও সুমন নামে ৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত