Ajker Patrika

মায়ের সামনেই বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে মায়ের সামনেই বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটি ওই শিশুর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড়ে।

দুর্ঘটনার পর ছোট আরেক মেয়েকে নিয়ে শিশু মারিয়ার লাশের পাশে সড়কে বসেছিলেন তার মা। এ সময় বিক্ষুব্ধ লোকজন ভদ্রা মোড়ে কয়েকটি বাস ও আন্তজেলা বাসের টিকিট কাউন্টার ভাঙচুর করে। পরে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নগর পুলিশের কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিশু মারিয়া রাজশাহী নগরীর মেহেরচণ্ডি দায়রাপাক এলাকার হাসান মোল্লার মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

রাজশাহী–২

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় চড়ে সাহেববাজার যাচ্ছিলেন নিহত মারিয়ার মা। ভদ্রা মোড়ের অটোরিকশা স্ট্যান্ডের কাছে অন্য একটি অটোরিকশা তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারিয়া ছিটকে পড়লে পদ্মা নামে একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

রাজশাহী–৫

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা বাসটি নওগাঁর। দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত