Ajker Patrika

সিরাজগঞ্জে হাতুড়িপেটা-কুপিয়ে যুবককে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
নিহত বিপুল সরকার। ছবি: সংগৃহীত
নিহত বিপুল সরকার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঁশের মাচা তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিপুল সরকার (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলা সদরের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল সরকার ওই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে।

নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, এলাকার ২৫-৩০ জন ব্যক্তি মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত। এসব ঠেকাতে পাহারা দেওয়ার জন্য বিপুল ওই বাঁশের মাচা তৈরির চেষ্টা করছিলেন। মাদক কারবারিরা এতে বাধা দেন।

এ নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রাত ৮টার দিকে মাদক কারবারিরা বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপুলের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা নিয়ে দ্বন্দ্বের কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত