Ajker Patrika

বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭: ৩৫
বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

বগুড়ায় পুলিশের বাধায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। বাধা পেয়ে বিএনপির নেতা-কর্মীরা শহরের শহীদ খোকন পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) দিকে রওনা দেন। শহীদ খোকন পার্কের কাছে মিছিলটি পৌঁছার পরপরই পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা অতিক্রম করতে গেলে সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পিছু হটে শহীদ খোকন পার্কের সামনে অবস্থান নেন। 

বগুড়ায় পুলিশের বাধায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকাসেখান থেকে বিএনপির একটি প্রতিনিধিদল নেসকো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফের কাছে স্মারকলিপি দেন। নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফ এ সময় স্মারকলিপির বিষয়বস্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। 

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ অফিস স্পর্শকাতর ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে একসঙ্গে বিপুল পরিমাণ মানুষের প্রবেশ করার সুযোগ নেই। এ কারণে বিএনপির কয়েকজন নেতাকে স্মারকলিপি প্রদানে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। অন্যরা সে সময় বাইরে অবস্থান করেন। তিনি আরও বলেন, পুলিশ বিএনপির কর্মসূচিতে কোনো প্রকার বাধা দেয়নি, বরং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত