Ajker Patrika

পাবিপ্রবির ভিসির নানা অনিয়ম তদন্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

পাবনা প্রতিনিধি
পাবিপ্রবির ভিসির নানা অনিয়ম তদন্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিল, গণনিয়োগ বন্ধ, সেশনজটমুক্ত ক্যাম্পাস এবং ভিসির নানা অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে এসে ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে ড. এম রোস্তম আলী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগনে হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজান আলীসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। 

শিক্ষার্থীরা আরও বলেন, ওই সব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধ করতে হবে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউচার করে টাকা লোপাট, বই ক্রয়ের নামে লুটসহ উপাচার্যের নানা অপকর্মের বিষয়ে তদন্ত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সেশনজট মারাত্মক আকার ধারণ করেছে। সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত