Ajker Patrika

নওগাঁয় গুটি আম সংগ্রহ শুরু, মৌসুমে ৪ হাজার কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

­­­নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৫, ১৪: ২৩
গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে নওগাঁয় শুরু হয়েছে আম সংগ্রহের মৌসুম। পরিপক্ব গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন চাষিরা।

জেলার সড়কঘেঁষা ও গ্রামীণ এলাকায় হাতে গোনা কিছু গুটি জাতের আমবাগান থেকে সাগরিকা, চোষা, বৈশাখী ও চাপড়া জাতের আম সংগ্রহ করা হচ্ছে। এ জাতের আম মূলত খাওয়ার জন্য নয়, ব্যবহৃত হয় আচার তৈরিতে।

চাষিরা জানান, জেলায় উন্নত জাতের আমবাগান বেশি হলেও গুটি আমের গাছ তুলনামূলক কম। বাড়ির উঠান বা সড়কের পাশে সীমিত পরিসরে এসব গাছ রয়েছে। যাদের গুটি আম রয়েছে, তারা মৌসুমের সূচনার অংশ হিসেবে আম সংগ্রহ শুরু করেছেন।

সাপাহার উপজেলার আমচাষি ফিরোজ হোসেন বলেন, ‘প্রশাসনের নির্দেশ মেনে আজ গুটি আম পাড়তে শুরু করেছি। এখন দেখার বিষয়, বাজারে এর দাম কেমন হয়।’

পত্নীতলার চাষি মোজাম্মেল হক জানান, এই জাতের আমে তেমন লাভ নেই, তবে মৌসুমের খরচ তোলার জন্য তুলতেই হয়।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, অপরিপক্ব আম যেন কেউ বাজারে তুলতে না পারে, সে জন্যই জাতভেদে সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চলতি বছর নওগাঁয় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, আমকে ঘিরে এবার জেলার বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা ছাড়াতে পারে।

গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এদিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, ১৮ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি ও ব্যানানা ম্যাংগো সংগ্রহ করা যাবে। ১০ জুলাই থেকে তোলা যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে এবারও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত