Ajker Patrika

এক সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করেছে বাবা-ছেলে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
এক সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করেছে বাবা-ছেলে

নাটোরের বাগাতিপাড়ায় এক সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া বাবা ইমামুল ইসলাম ৪.৭৯ এবং ছেলে আবু রায়হান ৪.৮২ পেয়ে পাস করেছে। আজ সোমবার দেওয়া ফলাফলে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে তারা পাস করেছেন। 

বাবা ইমামুল ইসলাম বলেন, ‘পাস করার পর খুব ভালো লাগছে। এই অনুভূতির কথা মুখে বলে বোঝানোর মতো নয় বলে। আমি আবারও কলেজে ভর্তি হব এবং মাস্টার্স পাস না করা পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাব।’ 

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, এসএসসি পরীক্ষায় পাস করায় বাবা-ছেলে দুজনকেই শুভকামনা জানাচ্ছি। 

জানা গেছে, লেখাপড়া করার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সংসারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পরে আর স্কুলে যাওয়া হয়নি ইমামুলের। গত ২৪ বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান তিনি। সেখানকার গার্মেন্টসে প্রায় ১৮ বছর কাজ করেন। পরবর্তীতে ২০১৬ সালে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন ইমামুল। এরপর ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ছেলের সঙ্গে ভর্তি হন তিনি। 

উল্লেখ্য, বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নিজস্ব কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাবা-ছেলে। তারা উপজেলার পাকা ইউনিয়নের চকতকিনগর গ্রামের বাসিন্দা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত