Ajker Patrika

দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকা নামাজ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯: ০৭
দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকা নামাজ

নাটোরের লালপুরে দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার জামে মসজিদের উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে নামাজের আয়োজন করা হয়। 

এতে ইমামতি করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান। মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন সালেহা বেগম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল ইসলাম। 

নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজে মুসল্লিরা আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার প্রার্থনা জানান। এ সময় মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে দাবদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকুলকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়। মুসল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করেন। 

লালপুরে ইসতিসকার নামাজ আদায় করা হয়মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য তাঁরা নামাজ আদায় করেন। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত