Ajker Patrika

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬: ৪৭
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বাসদের দলীয় কার্যালয় জয়পুরহাটের চিনিকল সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ। এ সময় বক্তব্য দেন বাসদের জেলা সদস্যসচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, বাসদের পৌর আহ্বায়ক রাশেদ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পণ্যের মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার মুখে এখনই লাগাম দিতে হবে। এ ছাড়া চক্রান্তের মাধ্যমে গ্রেপ্তার করা মুন্সিগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নতুবা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত