Ajker Patrika

নাটোরে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০: ১৯
নাটোরে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

নাটোরের সিংড়ায় বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। 

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৩)। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত দুজনই সিংড়া উপজেলার বাসিন্দা। 

এসব তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’ 

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে মো. আজিজ ওই নারীর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করায় পাঁচ দিন পর ১৮ মার্চ ওই নারী নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন। 

মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত