নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৩)। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত দুজনই সিংড়া উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে মো. আজিজ ওই নারীর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করায় পাঁচ দিন পর ১৮ মার্চ ওই নারী নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ।
নাটোরের সিংড়ায় বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৩)। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত দুজনই সিংড়া উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে মো. আজিজ ওই নারীর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করায় পাঁচ দিন পর ১৮ মার্চ ওই নারী নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ।
দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেল রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া (১৫)। আজ শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
১৫ মিনিট আগেরাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় করেন।
১৭ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক...
১ ঘণ্টা আগেপদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ৩নং ওয়ার্ডের সদস্য সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।
১ ঘণ্টা আগে