Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৫: ৪২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৪৫ দশমিক ৩ শতাংশ, ১১ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। 

আজ বুধবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে। 

প্রকাশিত ফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। ওএমআর বাতিল হয়েছে ১৮ পরীক্ষার্থীর। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬ দশমিক ৫। 

‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় মোট আবেদন করেন ১১ হাজার ৩৯২ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫২০ জন। পাস করেছেন ১ হাজার ৩০০ জন। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ১৮৯ জন। ওএমআর বাতিল হয়েছে ২৮ পরীক্ষার্থীর। এই শাখায় পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২। 

এই ইউনিটের মানবিক শাখায় মোট আবেদন করেন ৭ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ১৭ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৭৪৩ জন। ওএমআর বাতিল হয়েছে ১৭ পরীক্ষার্থীর। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬ দশমিক ৫। 

গত ৭ মার্চ ‘বি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫টি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত