রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আবাসিক শিক্ষার্থীকে হলের কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় গতকাল সোমবার রাতে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ও ঘটনাস্থলে দেশীয় অস্ত্রশস্ত্র পড়ে থাকতে দেখা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর পক্ষ থেকে কয়েক দিন আগে নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি তাফকিফ আল তৌহিদকে ওই হলের দায়িত্ব দেওয়া হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে তাফকিফ আল তৌহিদ এক জুনিয়র কর্মীকে আসন দেওয়ার জন্য নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বিবেক সাহাকে হলের ৩২২ নম্বর কক্ষ থেকে বের করে দেন। এ সময় বিবেক সাহাকে কক্ষ থেকে বের করতে বাধা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন। শামীম ‘কাঙ্ক্ষিত পদবঞ্চিত’ নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকারের সঙ্গে রাজনীতি করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে তাফকিফ আল তৌহিদ ও শামীমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় শামীম ও তাঁর নেতা-কর্মীরা হলে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। পরে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিভিন্ন হলের শতাধিক অনুসারী হলের সামনে জড়ো হন। এ সময় তাঁদের হাতে বাঁশ, লোহার রড ও পাইপ দেখা যায়। একপর্যায়ে শামীমের অনুসারীরা হলের ভেতরে অবস্থান নেন এবং সভাপতি-সম্পাদকের অনুসারীরা হলের বাইরে অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলে দেশীয় অস্ত্রের কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার দিকে সভাপতি-সম্পাদক হলে গিয়ে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। দেড় ঘণ্টা বৈঠক শেষে তাঁরা দিবাগত রাত দেড়টার দিকে হল থেকে বের হন এবং সবাইকে হলে ফিরে যেতে বলেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব হল গেটে দাঁড়িয়ে সবার উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে আগে আমাদের জানাতে হবে। যেকোনো সমস্যা দ্রুত সময়ে নিষ্পত্তি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে আহ্বান জানান।
এ বিষয়ে প্রশ্ন করলে শামীম হোসেন জানান, তাঁর কর্মী বিবেক সাহা হলের আবাসিক ছাত্র। তাফকিফ আল তৌহিদ যে ছেলেকে হলে তুলেছে, সে অনাবাসিক ছাত্র। সভাপতি-সম্পাদকের অনুসারীরা হল গেটে সাঁটানো তাঁর ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। পরে আলোচনা করে বিষয়টির সাময়িক সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্রের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আবাসিক শিক্ষার্থীকে হলের কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় গতকাল সোমবার রাতে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ও ঘটনাস্থলে দেশীয় অস্ত্রশস্ত্র পড়ে থাকতে দেখা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর পক্ষ থেকে কয়েক দিন আগে নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি তাফকিফ আল তৌহিদকে ওই হলের দায়িত্ব দেওয়া হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে তাফকিফ আল তৌহিদ এক জুনিয়র কর্মীকে আসন দেওয়ার জন্য নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বিবেক সাহাকে হলের ৩২২ নম্বর কক্ষ থেকে বের করে দেন। এ সময় বিবেক সাহাকে কক্ষ থেকে বের করতে বাধা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন। শামীম ‘কাঙ্ক্ষিত পদবঞ্চিত’ নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকারের সঙ্গে রাজনীতি করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে তাফকিফ আল তৌহিদ ও শামীমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় শামীম ও তাঁর নেতা-কর্মীরা হলে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। পরে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিভিন্ন হলের শতাধিক অনুসারী হলের সামনে জড়ো হন। এ সময় তাঁদের হাতে বাঁশ, লোহার রড ও পাইপ দেখা যায়। একপর্যায়ে শামীমের অনুসারীরা হলের ভেতরে অবস্থান নেন এবং সভাপতি-সম্পাদকের অনুসারীরা হলের বাইরে অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলে দেশীয় অস্ত্রের কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার দিকে সভাপতি-সম্পাদক হলে গিয়ে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। দেড় ঘণ্টা বৈঠক শেষে তাঁরা দিবাগত রাত দেড়টার দিকে হল থেকে বের হন এবং সবাইকে হলে ফিরে যেতে বলেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব হল গেটে দাঁড়িয়ে সবার উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে আগে আমাদের জানাতে হবে। যেকোনো সমস্যা দ্রুত সময়ে নিষ্পত্তি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে আহ্বান জানান।
এ বিষয়ে প্রশ্ন করলে শামীম হোসেন জানান, তাঁর কর্মী বিবেক সাহা হলের আবাসিক ছাত্র। তাফকিফ আল তৌহিদ যে ছেলেকে হলে তুলেছে, সে অনাবাসিক ছাত্র। সভাপতি-সম্পাদকের অনুসারীরা হল গেটে সাঁটানো তাঁর ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। পরে আলোচনা করে বিষয়টির সাময়িক সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্রের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে