Ajker Patrika

শেরপুরে মহিলা কলেজের অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৪৬
শেরপুরে মহিলা কলেজের অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত শেরপুর পৌর শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছেন কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও কর্মচারীরা। আজ রোববার সকাল ১০টার দিকে কলেজের সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় কলেজের গভর্নিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, সদস্য ডা. ইকবাল হোসেন সনি, আলহাজ শাহ আলম, শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কলেজের অর্থ আত্মসাৎকারী, গভর্নিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা ছাড়াও নানাবিধ দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত করতে হবে। 

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলামকে গভর্নিং বডি গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাময়িক বরখাস্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত