Ajker Patrika

গুরুদাসপুরে দোকানে হামলা, আহত ৪ 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুরে দোকানে হামলা, আহত ৪ 

নাটোরের গুরুদাসপুরে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে চারজনকে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারের সুমাইয়া সু স্টোরে হামলার ঘটনাটি ঘটে। 

হামলায় আহত চারজন হলেন-দোকান মালিক দুলাল খলিফা (৫৫) ও তার ছেলে বাবলু খলিফা (২৫), কর্মচারী সুলতান (৩০) এবং ফরিদ (৩২)। 

জানা গেছে, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের জখম করা হয়েছে। এ সময় দোকানও ভাঙচুর করা হয়। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাবলুর মাথায় দুইটি সেলাই দেওয়া হয়েছে। সুলতানের চোখের ওপরে ও কপালে কেটে গেছে। শাহিনের মাথা কেটে গেছে। তার সেলাই লেগেছে চারটি। গুরুতর আহত হওয়ায় ফরিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্চিতা রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে চাঁচকৈড় সওদাগর পাড়ার মান্নান খলিফার ছেলে অনিক সওদাগর (৩০) ও মোহন সওদাগর (২৬) এর নেতৃত্বে ওই হামলা চালানো হয়। 

চাঁচকৈড় বাজার বস্ত্র মালিক সমিতির সভাপতি বরকত আলী বলেন, আজ চাঁচকৈড় হাটের দিন। টাকা পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। সেখান থেকে সংঘর্ষ হয়। 

এ বিষয়ে মান্নান খলিফার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 

গুরুদাসপুর থানার ওসি) মো. আব্দুল মতিন হামলার সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত