Ajker Patrika

দেশের মানুষের উন্নয়ন করায় জনগণ প্রধানমন্ত্রীকে ভোট দেবেন: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
দেশের মানুষের উন্নয়ন করায় জনগণ প্রধানমন্ত্রীকে ভোট দেবেন: খাদ্যমন্ত্রী

‘দেশের মানুষের উন্নয়ন করার কারণেই জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেবেন’-বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। আজ শনিবার দুপুরে নিয়ামতপুরে ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষ ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত শুধু বঞ্চনা পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন। তখনই তাঁকে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সঙ্গে বিএনপির সক্ষতা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। ছেলের অপকর্ম ঢাকতে খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছিলেন। এবার যারা লাঠি নিয়ে মিছিল করছেন তাঁদের অতীত ইতিহাস সবাই জানে। ২০১৪ সালে সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখ্যান করেছিল। এবারও জনগণ তাঁদের প্রত্যাখ্যান করবে।’

ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা পূরণ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সরকার। আওয়ামী লীগের সময়ে চালু করা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিল। সেই বন্ধ কমিউনিটি ক্লিনিক আবারও চালু করে আওয়ামী লীগ সরকার। জনগণ এখন সেখান থেকে সেবা পায়। শুধু তাই নয়, সেখান থেকে ২৮ ধরনের ওষুধ বিনা মূল্যে পাওয়া যায়।

খাদ্যশস্যের অবস্থা নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাভাইরাসের মহামারিকালেও কোনো মানুষ খাদ্যের অভাবে মারা যায়নি। আমাদের দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে। এ দেশে দুর্ভিক্ষ হবে না।

ত্রি-বার্ষিক সম্মেলনে বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত