Ajker Patrika

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ 

সিরাজগঞ্জের বেলকুচিত উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের আরও এসজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আতিকা মারা যান। এর আগে রাতে একজনের মৃত্যু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা চার যাত্রী আহত হন। 

এ ঘটনায় নিহতরা হলেন, পাবনা ঈশ্বরদীর দাশুরিয়া মারমি এলাকার মৃত কোরবান সরদারের ছেলে জামাল সরদার (৬০) ও বেলকুচি উপজেলার নূর মহলের মেয়ে আতিকা (১০)। এতে আহতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নিহতের মা নূর মহল (৩৫), ও নিহতের চাচাতো ভাই কিতাব সরদার (৪০)।

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকা থেকে ছেড়ে আসে লাভলু বাবলু কম্পোজিট মিলের একটি কাভার্ড ভ্যান। অন্যদিকে এনায়েতপুর থেকে আসা যাত্রী বোঝাই সিএনজি মেঘুল্লা বাসস্ট্যান্ডে পৌঁছালে মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা শিশুসহ চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল সরদারকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকালে ঢাকা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আতিকা মারা যায়। 

বেলকুচি থানা এসআই হাসানুর রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত