Ajker Patrika

নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ ঘর থেকে মাহফুজা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মাহফুজা খাতুন দহকুলা গ্রামের ফজর আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের সাতবিলা গ্রামের সুলতান মণ্ডলের মেয়ে। তিনি ৪ সন্তানের জননী। 

মৃত মাহফুজার বড় ভাই জহুরুল ইসলাম বলেন, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আমার বোনের স্বামীর মোবাইল থেকে আমার নম্বরে কল আসে। কলটি থেকে জানতে পারি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আমার বোন আত্মহত্যা করেছে। তবে কিছুদিন আগে মাহফুজার সঙ্গে তাঁর শাশুড়ি ও বড় ভাইয়ের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এরই জেরে স্বামীর যোগসাজশে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখন বলা সম্ভব না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত