মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মতো স্থানীয় খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৭টার দিকে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর লাশ পাওয়া যায়।’
মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মতো স্থানীয় খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৭টার দিকে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর লাশ পাওয়া যায়।’
মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির
১০ মিনিট আগেসিগারেটের দাম বাড়ালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৬ মিনিট আগেদিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেরাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।
২১ মিনিট আগে