জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
সরেজমিন দেখে যায়, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টার কয়েক শ শিক্ষার্থী সমবেত হন। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাঁরা সড়কে নামেন। এরপর আন্দোলনকারী প্রধান সড়ক ধরে পুলিশ সুপার কার্যালয় মোড়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে শত শত যানবাহন আটকে যায়।
একই সময়ে আন্দোলনকারীদের বিপরীত দিকে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা সেখানে থেকে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের দিকে রওনা দেন। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের চিত্রারোধ এলাকায় পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে।
সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দেখা হয়। তখন আন্দোলনকারীরা তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এতে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গের চেষ্টা করে। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে পাঁচুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা পুনরায় রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
জয়পুরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাঁদের ছোড়া পাথর আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বর্তমানে (বেলা ২টা পর্যন্ত) পরিস্থিতি স্বাভাবিক আছে।
জয়পুরহাটে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
সরেজমিন দেখে যায়, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টার কয়েক শ শিক্ষার্থী সমবেত হন। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাঁরা সড়কে নামেন। এরপর আন্দোলনকারী প্রধান সড়ক ধরে পুলিশ সুপার কার্যালয় মোড়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে শত শত যানবাহন আটকে যায়।
একই সময়ে আন্দোলনকারীদের বিপরীত দিকে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা সেখানে থেকে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের দিকে রওনা দেন। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের চিত্রারোধ এলাকায় পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে।
সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দেখা হয়। তখন আন্দোলনকারীরা তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এতে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গের চেষ্টা করে। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে পাঁচুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা পুনরায় রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
জয়পুরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাঁদের ছোড়া পাথর আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বর্তমানে (বেলা ২টা পর্যন্ত) পরিস্থিতি স্বাভাবিক আছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে