Ajker Patrika

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা দুজনই শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কের (দ্বিতীয় বাইপাস) কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—সদরের ধরমপুর ওলিরবাজার এলাকার বাসিন্দা ১৭ বছরের রিদওয়ান ও ২১ বছরের সাদিক শেখ। তাদের মধ্যে রিদওয়ান বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের শিক্ষার্থী ছিলেন। সাদিক বগুড়া নুনগোলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বগুড়া সদরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাবু কুমার সাহা জানান, ওই দুই শিক্ষার্থী একটি মোটরসাইকেলে শহরের মাটিডালি থেকে বনানী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কালিবালা এলাকায় বিপরীতগামী একটি মালবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রিদওয়ান ও সাদিক ঘটনাস্থলেই মারা যান। লাশ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবু কুমার আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত