Ajker Patrika

বগুড়ায় হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
গ্রেপ্তার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হানের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১ নম্বর আসামি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত