দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
চারটি চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় গ্রামের রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদারীপুরের শিবচর থানার পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে জেলহাজাতে পাঠিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। এর আগে গতকাল রোববার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
ওসি হাশমত আলী বলেন, রবিউল কোটিপতি হতে চেয়েছিলেন। তিনি ও তাঁর বাবা আয়েজ উদ্দিন মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। রবিউল ও তাঁর বাবা দুজনে মিলে খেটে যে আয় করতেন, সেখান থেকে সংসারে খরচ শেষে কিছু টাকা সঞ্চয় করতেন। সঞ্চয়ের সেই টাকা দিয়ে তাঁরা চার বিঘা জমি কিনে ফেলেন। এতে ভালোই চলছিল তাঁদের সংসার।
এদিকে টাকা বেড়ে যাওয়া একপর্যায়ে রবিউলের লোভ বেড়ে যায়। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাই সামান্য পুঁজি নিয়ে শুরু করেন পুকুর ব্যবসা। বড় বড় পুকুর বাকিতে লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ব্যাংক চেক জমা দিয়ে বাকিতে মাছের খাদ্য কিনতে থাকেন। শুধু তাই নয়, একপর্যায়ে চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছে ব্যাংক চেক জমা দিয়ে টাকা ধার নিয়ে পুকুর লিজের টাকা শোধ করেন। তবে এই বিপুল ঋণের টাকা মাছ বিক্রি করে শোধ করবেন বলে পরিকল্পনা ছিল তাঁর। রবিউলের ঋণ করা বিপুল পরিমাণ টাকা ব্যয়ে চাষ করা মাছ বেশি দামে বিক্রির আশায় নিয়ে যান ঢাকার এক আড়তে। আড়তদার বেশি দামে তাঁর কাছে থেকে বাকিতে মাছ কিনে নেন। এভাবে এক সপ্তাহে ঢাকার ওই আড়তে ৭০ লাখ টাকার মাছ সরবরাহ করেন রবিউল। এরপর আড়তদার পালিয়ে যান। রবিউল পড়েন মহাবিপদে ৷ টাকা উদ্ধার করতে না পেরে পূর্বে কেনা চার বিঘা জমি বিক্রি করে ফেলেন তিনি। শোধ করেন ঋণের আংশিক টাকা। এরপর বউ-বাচ্চা নিয়ে ঋণের দায়ে পালিয়ে যান।পাওনাদারেরা টাকা না পেয়ে চারটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। ওই চার মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল চার বছর যাবৎ।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পারি রবিউল শিবচর থানায় দীর্ঘ চার বছর পলাতক আছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর সহযোগিতায় রবিউলকে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানায় হস্তান্তরের পর আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’
চারটি চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় গ্রামের রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদারীপুরের শিবচর থানার পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে জেলহাজাতে পাঠিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। এর আগে গতকাল রোববার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
ওসি হাশমত আলী বলেন, রবিউল কোটিপতি হতে চেয়েছিলেন। তিনি ও তাঁর বাবা আয়েজ উদ্দিন মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। রবিউল ও তাঁর বাবা দুজনে মিলে খেটে যে আয় করতেন, সেখান থেকে সংসারে খরচ শেষে কিছু টাকা সঞ্চয় করতেন। সঞ্চয়ের সেই টাকা দিয়ে তাঁরা চার বিঘা জমি কিনে ফেলেন। এতে ভালোই চলছিল তাঁদের সংসার।
এদিকে টাকা বেড়ে যাওয়া একপর্যায়ে রবিউলের লোভ বেড়ে যায়। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাই সামান্য পুঁজি নিয়ে শুরু করেন পুকুর ব্যবসা। বড় বড় পুকুর বাকিতে লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ব্যাংক চেক জমা দিয়ে বাকিতে মাছের খাদ্য কিনতে থাকেন। শুধু তাই নয়, একপর্যায়ে চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছে ব্যাংক চেক জমা দিয়ে টাকা ধার নিয়ে পুকুর লিজের টাকা শোধ করেন। তবে এই বিপুল ঋণের টাকা মাছ বিক্রি করে শোধ করবেন বলে পরিকল্পনা ছিল তাঁর। রবিউলের ঋণ করা বিপুল পরিমাণ টাকা ব্যয়ে চাষ করা মাছ বেশি দামে বিক্রির আশায় নিয়ে যান ঢাকার এক আড়তে। আড়তদার বেশি দামে তাঁর কাছে থেকে বাকিতে মাছ কিনে নেন। এভাবে এক সপ্তাহে ঢাকার ওই আড়তে ৭০ লাখ টাকার মাছ সরবরাহ করেন রবিউল। এরপর আড়তদার পালিয়ে যান। রবিউল পড়েন মহাবিপদে ৷ টাকা উদ্ধার করতে না পেরে পূর্বে কেনা চার বিঘা জমি বিক্রি করে ফেলেন তিনি। শোধ করেন ঋণের আংশিক টাকা। এরপর বউ-বাচ্চা নিয়ে ঋণের দায়ে পালিয়ে যান।পাওনাদারেরা টাকা না পেয়ে চারটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। ওই চার মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল চার বছর যাবৎ।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পারি রবিউল শিবচর থানায় দীর্ঘ চার বছর পলাতক আছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর সহযোগিতায় রবিউলকে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানায় হস্তান্তরের পর আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে