Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী আহত, স্থানীয়দের সড়ক অবরোধ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী আহত, স্থানীয়দের সড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় পলাশ হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হালিমা খাতুন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আজ শুক্রবার দুপুরে উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা বাসষ্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার পর মহাসড়কে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত পলাশ হোসেন উপজেলার সলপ গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস শ্রীকোলা বাসস্ট্যান্ডে পৌঁছালে অন্যদিক থেকে একটি মোটরসাইকেল রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্ত্রী হালিমা খাতুন গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে শ্রীকোলা বাসস্ট্যান্ডকে মৃত্যুর ‘হট স্পষ্ট’ হিসেবে পরিণত হয়েছে। গত কয়েক মাস আগেও সড়ক দুর্ঘটনায় একই স্থানে ৪ জন নিহত হয়েছেন। তাই স্থানীয়দের দাবি রাস্তার দুপাশে স্পিড ব্রেকার অথবা ওভারপাশ ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক। 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও এর চালককে আটক করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত