গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর মরদেহ ও পাশ থেকে চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পুয়ালশিরা দড়িপাড়া এলাকার ইচ্ছামুদ্দিনের বাড়িতে কেউ না থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ওই শিক্ষার্থীর নাম মরিয়ম (১৫)। মরিয়ম পুয়ালশিরা দড়িপাড়া গ্রামের প্রবাসী সেলিম প্রামাণিকের মেয়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
চিরকুটে রয়েছে—‘আমি স্কুল থেকে আত্মহত্যা করছি। এটার জন্য আমার বিদ্যালয়ের কেউ দায় নেই। আমার পরিবারের কেউ নেই। আমি আমার জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেছি। আমি আমার পরিবারে সুখ দিয়ে যাচ্ছি। আমার বাপের উপর বোঝা হয়ে থাকতে চাই না।’ শেষে মরদেহটি পৌঁছে দেওয়ার জন্য ঠিকানাও লেখা রয়েছে সেই চিরকুটে।
স্থানীয় ও প্রতিবেশীরা বলছে, ওই শিক্ষার্থীর দুইবার বিয়ে হয়। স্কুলে পড়া অবস্থায় নিজ ইউনিয়নের পাটপাড়া গ্রামে প্রথম বিয়ে হয় তার। সেখানে সংসার জীবনে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। পরেরবার শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে সিংড়া থানায় চকপাড়া গ্রামে সাঈদ নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। সেখানেও সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিজ বাড়িতে বেড়াতে এসে স্বামীর বাড়িতে আর ফেরেনি সে। এভাবে কাটে প্রায় ৬ মাস। পরে আবার স্কুলে যেতে থাকে ওই শিক্ষার্থী। স্বামীর বাড়িতে ফিরে যেতে না চাওয়ায় ওই শিক্ষার্থীকে চাপ দিতে থাকে বাড়ির লোকজন। এ নিয়ে প্রায়ই মেয়েটির সঙ্গে বড় ভাই মানিকসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনা ঘটত।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর মা আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারি নাই। স্বামীর ঘর ছেড়ে আসায় আমি তাকে আবার স্কুলে যেতে বলি। সে নিয়মিত স্কুলে যেত। সেদিন মেয়ের সাথে পরিবারের কারও কোনো রকম ঝগড়ার ঘটনা ঘটেনি। মেয়েটি অভিমান করে এভাবে চলে যাবে ভাবতে পারি নাই।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সত্যতা নিশ্চিত হওয়া যাবে।’
নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর মরদেহ ও পাশ থেকে চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পুয়ালশিরা দড়িপাড়া এলাকার ইচ্ছামুদ্দিনের বাড়িতে কেউ না থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ওই শিক্ষার্থীর নাম মরিয়ম (১৫)। মরিয়ম পুয়ালশিরা দড়িপাড়া গ্রামের প্রবাসী সেলিম প্রামাণিকের মেয়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
চিরকুটে রয়েছে—‘আমি স্কুল থেকে আত্মহত্যা করছি। এটার জন্য আমার বিদ্যালয়ের কেউ দায় নেই। আমার পরিবারের কেউ নেই। আমি আমার জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেছি। আমি আমার পরিবারে সুখ দিয়ে যাচ্ছি। আমার বাপের উপর বোঝা হয়ে থাকতে চাই না।’ শেষে মরদেহটি পৌঁছে দেওয়ার জন্য ঠিকানাও লেখা রয়েছে সেই চিরকুটে।
স্থানীয় ও প্রতিবেশীরা বলছে, ওই শিক্ষার্থীর দুইবার বিয়ে হয়। স্কুলে পড়া অবস্থায় নিজ ইউনিয়নের পাটপাড়া গ্রামে প্রথম বিয়ে হয় তার। সেখানে সংসার জীবনে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। পরেরবার শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে সিংড়া থানায় চকপাড়া গ্রামে সাঈদ নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। সেখানেও সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিজ বাড়িতে বেড়াতে এসে স্বামীর বাড়িতে আর ফেরেনি সে। এভাবে কাটে প্রায় ৬ মাস। পরে আবার স্কুলে যেতে থাকে ওই শিক্ষার্থী। স্বামীর বাড়িতে ফিরে যেতে না চাওয়ায় ওই শিক্ষার্থীকে চাপ দিতে থাকে বাড়ির লোকজন। এ নিয়ে প্রায়ই মেয়েটির সঙ্গে বড় ভাই মানিকসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনা ঘটত।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর মা আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারি নাই। স্বামীর ঘর ছেড়ে আসায় আমি তাকে আবার স্কুলে যেতে বলি। সে নিয়মিত স্কুলে যেত। সেদিন মেয়ের সাথে পরিবারের কারও কোনো রকম ঝগড়ার ঘটনা ঘটেনি। মেয়েটি অভিমান করে এভাবে চলে যাবে ভাবতে পারি নাই।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সত্যতা নিশ্চিত হওয়া যাবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে