Ajker Patrika

নাটোরে পলকসহ ৩ আসনে নৌকার জয়, ১টিতে স্বতন্ত্র 

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২২: ১৬
নাটোরে পলকসহ ৩ আসনে নৌকার জয়, ১টিতে স্বতন্ত্র 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তাঁরা হলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ। 

আজ রোববার রাতে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বেসরকারি এসব ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। 

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমিনা সাত্তার ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীকের জুনাইদ আহমেদ পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। সিংড়া উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১২৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালমা আক্তার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন। 

অপরদিকে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৭ হাজার ৯৪৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আকতার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাইমিনা শারমিন এ তথ্য নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত