রাবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় ছাত্রলীগ নেতাসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া পাঁচ ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে সতর্ক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের বিরুদ্ধে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে, গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করা হয়। একই মাসের ২২ তারিখে ৫২৫তম সিন্ডিকেট সভায় তা গৃহীত হয়।
বহিষ্কৃতদের মধ্যে একজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তিনি আইন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ। তিনি ইতিমধ্যে বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০২২ সালের জুনে একই বিভাগের এক শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে আশিকুল্লাহর বিরুদ্ধে। সে সময় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে সেই অভিযোগেই তাঁকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।
বাকি আটজন সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ছয় ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সহসম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সদ্য সাবেক কমিটির সহসম্পাদক মো. স্বপন হোসাইন, আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা, শেরেবাংলা হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজু আহাম্মেদ, কর্মী মো. শাকোয়ান সিদ্দিক ও মহিবুল মমিন সনেট।
চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হাসিবুল ইসলাম শান্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত বছরের ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আইবিএ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে আবু সিনহাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্য দুই বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সানজিদ হাসান আরিফ এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. হাফিজুর রহমান। তাঁদের এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ২০২১-২২ সালের ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাতজনকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন আল শামস তামিম, ইয়াসির আরাফাত, নজরুল ইসলাম, ফজলুল করিম মাহিন, শাফিউল্লাহ, আলিফ হোসেন ও শিশির। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। রায় হলে পরবর্তীকালে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর দিকে মতিহার হলের আবাসিক শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ থাকার পরও শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ভাস্কর সাহাকে সতর্ক করেছে প্রশাসন।
এ ছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই দুই নেতা হলেন ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান। এ ছাড়া একজনকে হল থেকে বহিষ্কার ও ২১ জনকে সতর্ক এবং দুজনকে ক্ষমা করতে বলা হয়েছে অফিস আদেশে।
সার্বিক বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, শৃঙ্খলাপরিপন্থী কাজের মাত্রা অনুযায়ী কারও আবাসিকতা বাতিল, সাময়িক ছাত্রত্ব বাতিল ও সতর্ক করার সুপারিশ করা হয়েছিল। সিন্ডিকেট সভায় সুপারিশগুলো গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় ছাত্রলীগ নেতাসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া পাঁচ ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে সতর্ক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের বিরুদ্ধে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে, গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করা হয়। একই মাসের ২২ তারিখে ৫২৫তম সিন্ডিকেট সভায় তা গৃহীত হয়।
বহিষ্কৃতদের মধ্যে একজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তিনি আইন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ। তিনি ইতিমধ্যে বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০২২ সালের জুনে একই বিভাগের এক শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে আশিকুল্লাহর বিরুদ্ধে। সে সময় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে সেই অভিযোগেই তাঁকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।
বাকি আটজন সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ছয় ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সহসম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সদ্য সাবেক কমিটির সহসম্পাদক মো. স্বপন হোসাইন, আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা, শেরেবাংলা হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজু আহাম্মেদ, কর্মী মো. শাকোয়ান সিদ্দিক ও মহিবুল মমিন সনেট।
চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হাসিবুল ইসলাম শান্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত বছরের ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আইবিএ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে আবু সিনহাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্য দুই বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সানজিদ হাসান আরিফ এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. হাফিজুর রহমান। তাঁদের এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ২০২১-২২ সালের ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাতজনকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন আল শামস তামিম, ইয়াসির আরাফাত, নজরুল ইসলাম, ফজলুল করিম মাহিন, শাফিউল্লাহ, আলিফ হোসেন ও শিশির। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। রায় হলে পরবর্তীকালে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর দিকে মতিহার হলের আবাসিক শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ থাকার পরও শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ভাস্কর সাহাকে সতর্ক করেছে প্রশাসন।
এ ছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই দুই নেতা হলেন ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান। এ ছাড়া একজনকে হল থেকে বহিষ্কার ও ২১ জনকে সতর্ক এবং দুজনকে ক্ষমা করতে বলা হয়েছে অফিস আদেশে।
সার্বিক বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, শৃঙ্খলাপরিপন্থী কাজের মাত্রা অনুযায়ী কারও আবাসিকতা বাতিল, সাময়িক ছাত্রত্ব বাতিল ও সতর্ক করার সুপারিশ করা হয়েছিল। সিন্ডিকেট সভায় সুপারিশগুলো গৃহীত হয়েছে।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে