Ajker Patrika

সড়কে প্রাণ হারিয়ে লাশ পড়ে আছে মর্গে, মিলছে না পরিচয়

­­­নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৫, ১৫: ০৮
এই অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হন। ছবি: আজকের পত্রিকা
এই অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর বদলগাছিতে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন দুই যাত্রী। ঘটনার দুই দিন পার হলেও এখনো একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কে। এ সময় বদলগাছী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে জয়পুরহাটগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বদলগাছী সদর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। হাটখোলা বাজারে ‘মা প্রিন্টিং প্রেস’ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘মরদেহটি নওগাঁ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। পরিচয় মিললে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত